
ছবিঃ সংগৃহীত
বৈশাখের শেষপ্রান্তে এসে সারাদেশে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে চলেছে। এই পরিস্থিতিতে তিন দিনের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
রাজধানী ঢাকা, চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো ইতোমধ্যেই তাপপ্রবাহের কবলে পড়েছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।
অধিদপ্তরের সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, শুক্রবার (১০ মে) দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, “বর্তমানে সারাদেশে হিটওয়েভ চলছে। এর মধ্যে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাকে আমরা ‘ভেরি সিভিয়ার হিটওয়েভ’ বা তীব্র তাপপ্রবাহ বলছি। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এ তাপপ্রবাহ দেখা দিচ্ছে।”
তারা আরও জানিয়েছে, “আজ ১০ মে থেকে আগামী ১২ মে পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ১২ তারিখের পর উত্তরাঞ্চলের রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু এলাকায় তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে। তবে খুলনা, রাজশাহী, বরিশাল এবং চট্টগ্রামের কিছু অংশে তাপপ্রবাহ কমতে আরও কিছুটা সময় লাগবে। যদিও তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, কিন্তু সম্পূর্ণ তাপপ্রবাহমুক্ত হওয়ার সম্ভাবনা আপাতত নেই।”
ইমরান