
আজ শনিবার (১০ মে) ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এবারের গরমে উল্লেখযোগ্য। পাশাপাশি, দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়, আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত।
গত তিন দিন ধরে দেশে তাপপ্রবাহ চলমান রয়েছে, যার মধ্যে কোথাও মাঝারি, কোথাও মৃদু, আবার কোথাও তীব্র আকার ধারণ করেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আজকের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার উর্ধ্বগতি আগামী রোববার (১১ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে রোববার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যা তাপমাত্রার কিছুটা তীব্রতা কমাতে সহায়ক হতে পারে।
রাজু