
ছবি: দৈনিক জনকন্ঠ
বৈশাখের শেষে এসে সর্বোচ্চ তাপমাত্রায় তেঁতে উঠেছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। সকাল থেকে রাজশাহী অঞ্চলে সূর্যের প্রখরতায় পুড়ছে পথ-ঘাট। গত কদিন ধরেই রাজশাহীতে সর্বোচ্চ তাপ ছাড়ছে সূর্য।
শনিবার (১০ মে) সকালে সূর্যোদয়ের পর থেকেই যেন অগ্ণি রূপ ধারণ করেছে সূর্য। এদিন বিকেল ৩ টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে ৪০ দশমিক ৭ ডিগ্রিতে। এখন পর্যন্ত এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, এ অঞ্চল এখন তীব্র তাপপ্রবাহ চলছে। রাজশাহীতে অঞ্চলে এটি দ্বিতীয় দফা তীব্র তাপপ্রবাহ।
সংশ্লিষ্ট দফতরের সূত্র জানায়, দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার থেকে রাজশাহীতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৪০ ডিগ্রির ঘরে। আর শনিবার তা অতিক্রম করে দায়িয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে তীব্র খরার কবলে পড়েছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল। অবর্ণনীয় কষ্টে দিন-রাত পার করছেন এ অঞ্চলে খেটে খাওয়া মানুষগুলো।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মো: গাওসুজ্জামান বলেন, থার্মোমিটারে তাপমাত্রার পারদ এবার ৪১ ছুঁই ছুঁই করছে। শনিবার বিকেল ৩টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে তাপমাত্রার পারদ এবার ৪১ ডিগ্রি পার হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী ২০২৩ সালের ১৭ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল দীর্ঘ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী ২০২৩ সালের ১৭ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল দীর্ঘ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এর আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মিরাজ খান