
ছবি: জনকণ্ঠ
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সকে ডিগ্রী সমমর্যাদার দাবীতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে নাসিং শিক্ষার্থীরা।
শনিবার (১০ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের সামনে কর্মসূচীতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী কামরুন নাহার কনা, হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদৌসীসহ অন্যরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা কোর্স করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন করার পরও তাদের ডিগ্রীধারীদের মতো মূল্যায়ন না করায় চাকুরী ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। একই মেয়াদে কোর্স করে ডিপ্লোমা নার্সরা কেন ডিগ্রীর স্বীকৃতি পাবে না।
শিক্ষার্থীরা অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের কাছে অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার জন্য আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শহীদ