
ছবি: সংগৃহীত
নাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিঘারন (শাহ্পাড়া) প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯৯৭ সাল থেকে অবস্থান নিয়ে গ্রামীণ উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম ও দেশীয় সংস্কৃতি চর্চা করে আসছে দিঘারন যমুনা ক্লাব (DJC)।
দীর্ঘদিন অলিখিতভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার পর, DJC-এর সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ক্লাবকে দীর্ঘজীবী করার লক্ষ্যে, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম (শাহ্) এবং প্রতিষ্ঠাতা মেম্বার-সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম (শাহ্)-এর নেতৃত্বে ৪ এপ্রিল ২০২৫ তারিখে গঠিত হয় ১৮ সদস্য বিশিষ্ট "প্রতিষ্ঠাতা পরিষদ" ও "গঠনতন্ত্র"।
এরপর, ৭ এপ্রিল ২০২৫ তারিখে প্রতিষ্ঠাতা পরিষদের মাধ্যমে গঠিত হয় "উপদেষ্টা পরিষদ", এবং উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রণয়ন করা হয় গঠনতন্ত্র।
DJC-এর প্রতিষ্ঠাতা পরিষদের সদস্যরা জানান, বিগত দিনের সকল কার্যক্রম অলিখিত হলেও, এখন থেকে সকল সাংগঠনিক কার্যক্রম হবে লিখিত ও প্রাতিষ্ঠানিক।
DJC-এর উপদেষ্টা প্রধান মোঃ মেহেদী শাহ্ বলেন, প্রতিষ্ঠাতা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে এবং প্রয়োজন অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী খুব শিগগির গঠন করা হবে DJC-‘ক্লাব কমিটি’ এবং ‘পরিচালক পর্ষদ’।
তিনি আরও বলেন, দিঘারন যমুনা ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সার্বজনীন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দৃশ্যমান থাকবে, ইনশাআল্লাহ্।
গ্রামবাসীসহ সকলের প্রতি পাশে থাকার ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
শহীদ