ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

১৫ মে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনায় বসতে পারে: পুতিন

প্রকাশিত: ০৬:০২, ১১ মে ২০২৫

১৫ মে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনায় বসতে পারে: পুতিন

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন। শনিবার ক্রেমলিন থেকে টেলিভিশনে দেওয়া এক বিরল রাতের ভাষণে তিনি বলেন, আমরা চাই বাস্তবসম্মত আলোচনা শুরু হোক—সংঘাতের মূল কারণ দূর করে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল শান্তির পথে এগিয়ে যেতে।

তিনি বলেন, “আলোচনা শুরু করা উচিত দেরি না করে, ১৫ মে থেকেই।”

এর আগে ইউরোপীয় নেতারা—যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন সফর করেন এবং রাশিয়াকে নির্বিশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান।

তবে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, এই প্রস্তাব নিয়ে ভাবতে হবে।” তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে কিছু আদায় করা যাবে না।

এই প্রস্তাব এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ নতুন করে উত্তেজনাকর পর্যায়ে প্রবেশ করেছে এবং পশ্চিমা বিশ্বের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

এসএফ 

×