ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারত সংঘর্ষে আগ্রহী, পাকিস্তান আলোচনায় সমাধান চায়

প্রকাশিত: ০৭:৫৪, ১১ মে ২০২৫

ভারত সংঘর্ষে আগ্রহী, পাকিস্তান আলোচনায় সমাধান চায়

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি “ভারতের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির নিষ্ঠাবান বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ” রয়ে গেছে, যদিও উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বিবৃতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে “কিছু এলাকায়” যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে, তবে নির্দিষ্ট করে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পাকিস্তান বলেছে, তাদের সশস্ত্র বাহিনী “দায়িত্ব ও সংযমের সঙ্গে” পরিস্থিতি সামলেছে।

পাকিস্তান আরও জানিয়েছে, যুদ্ধবিরতির বাস্তবায়নে যে কোনো সমস্যার সমাধান “উপযুক্ত পর্যায়ে” যোগাযোগের মাধ্যমে করা উচিত এবং মাঠ পর্যায়ের সেনাদের সংযত আচরণের আহ্বান জানিয়েছে।

 

সূত্র: https://edition.cnn.com/world/live-news/india-pakistan-operation-sindoor-05-10-25

এএইচএ

আরো পড়ুন  

×