
ছবি: সংগৃহীত
বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চিকিৎসক ডা. সাবরিনা হুসেন মিষ্টি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও কর্মজীবন নিয়ে বিভিন্ন অভিযোগের জবাবে মুখ খুলেছেন। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন।
ডা. সাবরিনা বলেন, “আমাকে কেউ কোনো ছেলের সঙ্গে দেখেনি। অন্তত এই বিষয়ে কোনো প্রমাণ বা অভিযোগ আসেনি। ছেলেদের সঙ্গে ইন্টারঅ্যাকশন কিংবা ছেলে বন্ধু, আগেও ছিল না, এখনো নেই।”
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে বারবার আলোচনায় এসেছে কার্ডিয়াক সার্জন কামরুজ্জামান মিলনের নাম। এ প্রসঙ্গে ডা. সাবরিনা জানান, “উনি হচ্ছেন আমাদের প্রফেসর। আমি কার্ডিয়াক সার্জারির রেজিস্ট্রার হিসেবে তার অধীনে কাজ করতাম। ওনার তত্ত্বাবধানে আমি ছিলাম একমাত্র মহিলা।”
তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ রয়েছে—তিনি নাকি হাসপাতালে উপস্থিত না থেকেও হাজিরা দিতেন। এই বিষয়ে ডা. সাবরিনা বলেন, “হাজিরা সিস্টেমটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়। সেখানে আমি না গিয়ে হাজিরা দেওয়ার কোনো উপায়ই নেই। কার্ডিয়াক সার্জারির রেজিস্ট্রার হিসেবে আমার দায়িত্ব ছিল রোগীকে অপারেশন টেবিলে তোলা, সব রিপোর্ট চেক করা—এমনকি রোগীর জীবন-মৃত্যুর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ কাজগুলো করা।”
ডা. সাবরিনা মনে করেন, বাইরে থেকে না জেনে অনেকেই মন্তব্য করছেন। কার্ডিয়াক সার্জারি কতটা কঠিন ও স্পর্শকাতর, তা যাদের পরিবারে এমন অপারেশন হয়েছে তারা ভালোই জানেন বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=LQOIsYlPI5o
এএইচএ