
জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায় একত্রে দেখা গিয়েছিল দর্শকপ্রিয় এ দুই শিল্পীকে। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ এক যুগ পর আবারও পর্দা ভাগাভাগি করছেন এ দুই তারকা। ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি চলছে নতুন সিনেমা ‘তাণ্ডব’র।
এরই মধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফি। তবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া জানান, এ ছবিতে এক বদলে যাওয়া শাকিবকে পেয়েছেন তিনি। ‘তা-ব’ ছবিতে জয়া আহসান অভিনয় করলেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে না এই তারকাকে। বরং শাকিবের নায়িকা হিসেবে ছবিতে অভিনয় করেছেন সাবিলা নূর।
এতদিন পর শাকিবের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে ? কতটা পরিবর্তন এসেছে অভিনেতার ? জানতে চাইলে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিশিয়েট করবার মতো।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এরই মধ্যে ‘তা-ব’র শূটিংয়ে অংশ নিয়েছেন ছবির অভিনয়শিল্পীরা। এ ছবিতে কাজ করছে একঝাঁক তারকা।