
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ১৯৯০ সালে বাকেরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হলেও তেমন কোনো উন্নতি হয়নি রাস্তাঘাটের। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়েছে পৌরসভার বাসিন্দারা। পৌর এলাকার অন্তত পাঁচটি প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই সড়কগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে মোটরসাইকেল, অটোরিকশা এমনকি রিকশাও চলাচল করতে পারছে না। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বহুবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এখনো যদি যথাযথ পদক্ষেপ নেওয়া না হয়, তবে সামনের দিনগুলোতে ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার প্রান কেন্দ্র চৌমাথা হয়ে বাড়াইপাড়া কালীগঞ্জ সড়ক, বটতলা হয়ে ভরপাশা সড়ক ও ৯ নং ওয়ার্ডের প্রধান সড়ক সংস্কারের অভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বাড়াইপাড়া সড়কটির পিচ ঢালাই উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই সড়কের ওই গর্তগুলোতে হাটু পর্যন্ত পানি জমা হয়। এই সড়কটিতে এখন মানুষ চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে।
এছাড়াও ৯ নং ওয়ার্ডের প্রধান সড়ক চৌমাথা হয়ে আকন বাড়ি পর্যন্ত পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এছাড়াও পৌর এলাকার বটতলা বরিশাল পটুখালী মহাসড়ক থেকে বয়ে যাওয়া খেজুরা ভরপাশা সড়কটির পিচ ঢালাই উঠে গিয়ে কাদামাটি রাস্তায় পরিণত হয়েছে। দীর্ঘদিনের সংস্কার না হওয়ায় এই সড়ক দিয়েও এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ হয়ে বটতলা পর্যন্ত তুলাতলী নদীর ভেরি বাঁধ সড়কটি পিস ঢালাই উঠে গিয়ে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এই সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলো এখন পৌরবাসীর দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সকল সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ জানান, সংশ্লিষ্ট সড়কগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
মুমু