ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতিতে ভারত আগ্রহী, পাকিস্তান নয়: সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী

প্রকাশিত: ০৩:৫৫, ১২ মে ২০২৫; আপডেট: ০৩:৫৬, ১২ মে ২০২৫

যুদ্ধবিরতিতে ভারত আগ্রহী, পাকিস্তান নয়: সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনীর দীর্ঘ এক যৌথ সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী গণমাধ্যম শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যুই পাকিস্তান ও ভারতের মধ্যে মূল বিরোধের কেন্দ্রবিন্দু।

তিনি বলেন, “যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি তা হলো—ভারত একটি বহিরাগত সমস্যাকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উপস্থাপন করছে। এটি একটি আন্তর্জাতিক সমস্যা, যেখানে পাকিস্তান, ভারত ও কাশ্মীরের জনগণ জড়িত।”

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি স্পষ্ট করে বলেন, “পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি।”

তিনি আরও জানান, “আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধ ও হস্তক্ষেপের প্রেক্ষিতে আমরা কেবল ভারতের আগেই করা যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছি।”

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×