ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকারকে দ্রুত ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে: ইলিয়াস হোসেন

প্রকাশিত: ০৩:১৯, ১২ মে ২০২৫

সরকারকে দ্রুত ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে: ইলিয়াস হোসেন

ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতে ছয়টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া ইস্যুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘সরকারকে দ্রুত ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে।’

ভারত-পাকিস্তান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। ভারত থেকে বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না।

এ বিষয়ে ফেসবুক পোস্টে সাংবাদিক ইলিয়াস লেখেন, ‘ভারতে আমাদের টেলিভিশন চলতে দেয়া হয় না তাহলে বাংলাদেশে কেন ভারতের টিভি চলবে?’

ছবি: ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্ট

এছাড়া, পোস্টের মন্তব্যের ঘরে তিনি ‘Bangla Edition’ নামের একটি ইউটিউব চ্যানেল কর্তৃক আপলোড করা ‘ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন সাংবাদিক ইলিয়াস’ শিরোনামের একটি ভিডিওর লিঙ্ক যুক্ত করেছেন।

 

সূত্র: https://www.facebook.com/share/168ZYitx19/

রাকিব

×