ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রযুক্তির মুখে বাংলা ভাষার পরীক্ষা

মোঃ নাজমুল ইসলাম পিন্টু

প্রকাশিত: ২৩:০৩, ১ জুলাই ২০২৫

প্রযুক্তির মুখে বাংলা ভাষার পরীক্ষা

ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা, যা আমরা এআই নামে চিনি, তা আজ আর কোনো কল্পকাহিনি নয়। এটি এখন আমাদের ঘরে, অফিসে, শ্রেণিকক্ষে, এমনকি মোবাইলের প্রতিটি টাচে স্পর্শ রাখছে। বাংলা ভাষার ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট। বাংলা কবিতা থেকে শুরু করে চাকরির দরখাস্ত, ভিডিও সাবটাইটেল থেকে ইউটিউব স্ক্রিপ্ট—সবখানেই আজ এআই-এর ছোঁয়া।

এআই প্রযুক্তি বাংলা ভাষায় লিখছে, বানিয়ে দিচ্ছে সংবাদ, বিশ্লেষণ করছে সামাজিক ইস্যু, এমনকি সাহিত্যিক ছন্দে ছড়াও রচনা করছে। এতে বাংলা ভাষা এক নতুন গতিতে প্রবেশ করেছে নিঃসন্দেহে। একদিকে গ্রামীণ শিক্ষার্থীরা বাংলা ভাষায় এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর পাচ্ছে, অন্যদিকে শহরের তরুণেরা কনটেন্ট তৈরি থেকে শুরু করে আয়-রোজগারের পথ পাচ্ছে।

কিন্তু প্রশ্ন উঠছে, বাংলা কি কেবল প্রযুক্তির সহায়ক ভাষা হয়ে থাকছে, নাকি তার নিজস্ব অস্তিত্ব ও মর্যাদা নিয়েই টিকে থাকতে পারবে? আজকের প্রজন্ম ভুল বানানে বাংলা লিখছে, ব্যাকরণ উপেক্ষা করে শুধু কাজ চালানোর মতো করে এআই ব্যবহার করছে। ফলস্বরূপ, বাংলা ভাষার সৌন্দর্য, শুদ্ধতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।

এআই বাংলা ভাষায় কথা বলছে ঠিকই, কিন্তু সেটি কতটা বাঙালির মাটি, সমাজ ও হৃদয়ের ভাষা—তা নিয়ে সন্দেহ আছে। বিদেশি এআই কোম্পানিগুলো বাংলার যে সংস্করণ শেখে, তা অনেক সময় আঞ্চলিকতা, প্রেক্ষাপট বা সাংস্কৃতিক রেফারেন্স ধরে রাখতে ব্যর্থ হয়। এতে ভাষার জ্যামিতিক কাঠামো ঠিক থাকলেও, হারিয়ে যায় প্রাণ।

আরও একটি আশঙ্কা হলো—শিক্ষা, সাংবাদিকতা, সাহিত্য, এমনকি প্রশাসনিক লেখালেখিতেও যদি মানুষ এআই-নির্ভর হয়ে পড়ে, তাহলে নিজস্ব চিন্তা, যুক্তি ও সৃজনশীলতা কি বিলুপ্ত হয়ে যাবে? বাঙালির যে ভাষা ছিল প্রতিবাদের, প্রেমের, সংগ্রামের—সেই ভাষা কি হয়ে উঠবে কেবল প্রযুক্তির অনুবাদক?

সামাজিক বৈষম্যও এই প্রযুক্তির ছায়ায় বাড়ছে। শহরের ধনিক শ্রেণি বা প্রযুক্তিসচেতন তরুণেরা যখন এআই ব্যবহার করে উপকৃত হচ্ছে, তখন গ্রামাঞ্চলের মানুষ এই প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। বাংলার প্রতিটি অঞ্চলের মানুষ যেন এই প্রযুক্তি বুঝতে ও ব্যবহার করতে পারে—সেই ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায়েই নিশ্চিত করতে হবে।

বাংলা ভাষায় এআই প্রযুক্তি ব্যবহার করে দেশ এগিয়ে যেতে পারে। কিন্তু সে অগ্রযাত্রা যেন এমন না হয়, যেখানে ভাষা বেঁচে থাকে সফটওয়্যারে, কিন্তু হারিয়ে যায় হৃদয়ে।

বাংলা ভাষার জন্য চাই একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ, যেখানে আধুনিকতা ও ঐতিহ্য পাশাপাশি চলে। আর সেই ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই দরকার সচেতনতা, রাষ্ট্রীয় নীতি, এবং সর্বোপরি ভাষার প্রতি মমতা।

বাংলা যেন শুধু বাঁচে না—জাগে, গর্জে ওঠে প্রযুক্তির বুকেও।

লেখক: মোঃ নাজমুল ইসলাম পিন্টু, কন্ট্রিবিউটিং রিপোর্টার, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ

ইমরান

×