ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

স্ত্রী বাবার বাড়ি গিয়ে ফিরে না এলে স্বামীর করণীয় কী?

প্রকাশিত: ১০:২৮, ১১ মে ২০২৫

স্ত্রী বাবার বাড়ি গিয়ে ফিরে না এলে স্বামীর করণীয় কী?

ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ভুল বোঝাবুঝি একটি স্বাভাবিক বিষয় হলেও অনেক সময় তা জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বিশেষ করে যখন স্ত্রী বাবার বাড়িতে গিয়ে আর ফিরতে চান না, তখন স্বামীর করণীয় কী—তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমা পরামর্শ দিয়ে বলেন, “যদি স্ত্রী বাবার বাড়িতে গিয়ে আর ফিরতে না চান, তাহলে স্বামীর উচিত দ্রুত সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা। এতে করে ভবিষ্যতে যদি স্ত্রী মিথ্যা নারী নির্যাতনের মামলা করেন, তাহলে জিডি সেই অভিযোগ মোকাবেলায় সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “অনেকেই এই ধরণের পরিস্থিতিকে হালকাভাবে নেন, কিন্তু আইনি জটিলতা এড়াতে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। জিডি করলে প্রমাণ থাকবে যে আপনার স্ত্রী স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গেছেন এবং আপনি তাকে ফেরানোর চেষ্টা করছেন।”

এছাড়াও স্থানীয় মুরুব্বিদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করাও যৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার লিমা মনে করেন, পারস্পরিক বোঝাপড়া এবং দায়িত্বশীল আচরণই পারে একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে। তবে আইনগত সুরক্ষা গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 


সূত্র: https://youtube.com/shorts/0eBD8T_tm3Y?si=t1PI_yIWle9g5_uO

এএইচএ

×