ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন

প্রকাশিত: ০৪:২১, ১১ মে ২০২৫; আপডেট: ০৪:২২, ১১ মে ২০২৫

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ফিলেমন ইয়াং ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্যঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

এক্স-এ (পূর্বে টুইটার) প্রকাশিত এক বার্তায় ইয়াং বলেন, এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ যা উত্তেজনা প্রশমনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় দেশের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

তিনি উভয় দেশকে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।

ইয়াং আরও বলেন, আমি দ্বিপাক্ষিক সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাই, যাতে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন সম্ভব হয়।

এসএফ

×