ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতি হলেও ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৭:৫৫, ১১ মে ২০২৫; আপডেট: ০৭:৫৭, ১১ মে ২০২৫

যুদ্ধবিরতি হলেও ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা যখন যুদ্ধের রূপ নিচ্ছিল, তখন হঠাৎই বড় এক ঘোষণা এলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনি দাবি করেছেন, তার মধ্যস্থতায় দুই দেশই পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার (১০ মে) সন্ধ্যায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। জিও নিউজের খবরে বলা হয়, বিকেল সাড়ে ৪টা থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তবে একইসঙ্গে ইসহাক দার ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, পাকিস্তান সবসময় শান্তির পক্ষে ছিল এবং থাকবে। কিন্তু ভবিষ্যতে ভারত যদি কোনো রকম আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তান কঠোর জবাব দিতে প্রস্তুত।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি দুই দেশের নেতাদের শুভবুদ্ধির প্রশংসাও করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশ এখন একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। গত ৪৮ ঘণ্টায় তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে টানা আলোচনা করেন।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারত অভিযোগ তোলে, পাকিস্তান এই হামলায় পরোক্ষভাবে জড়িত।

এর জবাবে ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

এই উত্তেজনার মধ্যে মার্কিন মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি যে এখনো পুরোপুরি শান্ত হয়নি, তা পাকিস্তানের হুঁশিয়ারিতেই স্পষ্ট।

রাকিব

আরো পড়ুন  

×