
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ভুয়া সংবাদ ছড়ানোর জন্য ভারতীয় গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বলেন, “এমন সংকটময় সময়ে মিথ্যা খবর ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাটা সবচেয়ে খারাপ কাজ।” তিনি সবাইকে শুধু সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানান।
চোপড়ার মন্তব্য এসেছে এমন সময়ে, যখন ভারতের মিডিয়া বিভিন্ন ভুয়া খবরের মাধ্যমে নিজ দেশের মানুষ ও বিশ্ববাসীকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। পেহেলগামে হামলা থেকে শুরু করে পাকিস্তানের বেসামরিক এলাকায় মিথ্যা হামলার গল্প, সবই প্রশ্নবিদ্ধ হয়েছে।
এর আগেও বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় মিডিয়াকে “তামাশা” আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “এই নাটকীয় চিৎকার-চেঁচামেচির মাধ্যমে মিডিয়া আসলে কী অর্জন করতে চায়?”
পরিণীতি ও সোনাক্ষীর মতো তারকারা এখন ভুয়া খবরের বিরুদ্ধে মুখ খুলছেন। তারা দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে আওয়াজ তুলছেন, যখন সাধারণ মানুষও মিডিয়ার ভূমিকায় হতাশ ও ক্ষুব্ধ। সত্যনিষ্ঠ রিপোর্টিংয়ের জন্য এখন তারকারাও সরব হচ্ছেন।
সূত্র: https://dailytimes.com.pk/1299113/stop-spreading-fear-parineeti-chopra-criticizes-indian-media-for-fake-news/
এএইচএ