ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জগতে শান্তি ও মমতা বিরাজ করুক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত: ০০:৫৯, ১২ মে ২০২৫

জগতে শান্তি ও মমতা বিরাজ করুক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক মানবিক ও ভাবগম্ভীর বার্তা দিয়েছেন। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শুভেচ্ছা। জগতে শান্তি ও মমতা বিরাজ করুক।’

এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তায় তিনি বিশ্বে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার আহ্বান জানিয়েছেন। চলমান দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে এমন বার্তা মানবিক মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন অনেকেই।   

মাহফুজ আলমের এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।

আসিফ

আরো পড়ুন  

×