ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ক্রাচে ভর দিয়ে ফুটবল মাঠ কাঁপাচ্ছে তরুণীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৯, ১১ মে ২০২৫; আপডেট: ০৭:৪৮, ১১ মে ২০২৫

ক্রাচে ভর দিয়ে ফুটবল মাঠ কাঁপাচ্ছে তরুণীরা

ছবিঃ সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই ক্রাচে ভর দিয়ে মাঠ কাপাচ্ছেন তরুণীরা। এক পায়ে ভর করেই বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন এক দল নারী ফুটবলার। শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি তাদের মনোবল। একমাত্র লক্ষ্য আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে দেশের পতাকা উঁচিয়ে ছিনিয়ে আনা বিজয়। 

এই ফুটবল দলটির পথচলা শুরু হয় ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে। 

শারীরিক প্রতিবন্ধী নারীদের নিয়ে অনুষ্ঠিত অ্যাম্পুটি ফুটবল ম্যাচটিতে ছিল দুইটি দল। প্রতিটি দলে ৭ জন করে খেলোয়াড়। প্রতিটি দলে গোলরক্ষকের দুই পা সুস্থ থাকলেও একটি হাত অচল। বাকী ১২ জন খেলোয়াড়ের কেউ হাত, কেউ পা হারিয়েছেন।

তবুও দমে না গিয়ে সবাই খেলছেন পূর্ণ উদ্দ্যমে। গত ৮ মে বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী ও প্রেরণাদায়ক ম্যাচ। ১৫ মিনিট করে দুই অর্ধ্বে প্রায় ৩০ মিনিটের খেলায় রেড টীম এক মাত্র গোল টি করে জয় ছিনিয়ে নেয় ব্লু টীমের পক্ষে। 

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শারীরিক প্রতিবন্ধী নারীদের ১০ দিনের প্রশিক্ষন দিয়ে আয়োজিত হয় এই ফুটবল ম্যাচ। আয়োজকরা জানান এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রতিবন্ধী নারীদের খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়ন করা। 

সূত্র: https://fb.watch/zvK4VWBDhV/

মুমু

×