
ছবি: সংগৃহীত
খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গঠনের ভিত্তি হবে ১৯৪৭ সালের দেশবিভাগ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লব। এর মধ্যে একটি ঘটনাকেও খাটো করে দেখার চেষ্টা হলে, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দিবাস্বপ্নে পরিণত হবে।
তিনি বলেন, “আমরা বারবার বলে আসছি—জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জাতির সামনে আনতে হবে। আমরা আন্তরিকভাবে চেয়েছি তা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে হোক। এ জন্য ছাত্র নেতাদেরও অপেক্ষা করতে বলেছি। কিন্তু আমাদের এই আন্তরিকতা যদি কেউ টালবাহানার সুযোগ হিসেবে ব্যবহার করতে চায়, তবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
মামুনুল হক স্পষ্ট ভাষায় বলেন, “জুলাই ঘোষণাপত্র এখনই জাতির সামনে আনতে হবে। এ ঘোষণাপত্রের আলোকে একটি নতুন, স্বাধীন, ন্যায্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ।”
সূত্র: https://www.youtube.com/watch?v=xyyFlGcGiEs
এএইচএ