
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে পাঁচ দিন ধরে চলা উত্তেজনার পর আপাতত যুদ্ধবিরতি কার্যকর হলেও, দুই দেশের নাগরিকদের মধ্যে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। পাকিস্তানে অনেকেই তাদের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করছেন, বিশেষ করে ভারতীয় আক্রমণের পর তাদের প্রতিক্রিয়ার জন্য।
লাহোরের বাসিন্দা জাফর নকভি বলেন, আমাদের বিমানবাহিনী যেভাবে উপযুক্ত জবাব দিয়েছে, তাতে ওদের হুঁশ ফিরেছে। আমাদের সেনাবাহিনী ওদের বুঝিয়ে দিয়েছে—তারা শুরু করতে পারে, কিন্তু শেষ কিভাবে হবে সেটা আমরাই ঠিক করব।
অন্যদিকে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি গোলাবর্ষণের পর যে লক্ষাধিক মানুষ ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা ধীরে ধীরে বাড়ি ফিরছে। তবে পরিস্থিতির পুরোপুরি স্থিতি আসেনি।
চাকোথির ৫৬ বছর বয়সী ট্যাক্সি চালক মোহাম্মদ আখলাক বলেন, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির নিশ্চয়তা দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, এই শত্রুতা যেটি বছরের পর বছর ধরে চলে আসছে—তার মূল কারণ এখনও অনিরসনযোগ্য রয়ে গেছে। আর সেই মূল সমস্যা হচ্ছে কাশ্মীর।
এই পাঁচ দিনের সীমান্ত সংঘাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে, যার বেশিরভাগই পাকিস্তানে এবং অধিকাংশই বেসামরিক নাগরিক।
বিশ্লেষকদের মতে, যতদিন কাশ্মীর সমস্যা মীমাংসিত না হবে, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্ক বারবার সংঘাতের মুখে পড়তেই থাকবে।
এসএফ
তথ্যসূত্রঃ আলজাজিরা