ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতির চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস

প্রকাশিত: ০৫:৩৪, ১২ মে ২০২৫; আপডেট: ০৫:৩৫, ১২ মে ২০২৫

গাজায় যুদ্ধবিরতির চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির পথ তৈরি করতে ইসরায়েল-আমেরিকান দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। ২১ বছর বয়সী এই যুবকই ছিলেন গাজায় আটকে থাকা শেষ জীবিত মার্কিন নাগরিক।

হামাসের তরফে বলা হয়েছে, এ পদক্ষেপটি মানবিক সহায়তা প্রবেশের চুক্তি এবং যুদ্ধবিরতির অংশ হিসেবে নেওয়া হয়েছে। গাজা গত ৭০ দিন ধরে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে কাতারে সরাসরি আলোচনা চলছে বলেও জানায় বিবিসি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের জানিয়েছে এডানকে মুক্তির বিষয়ে হামাস ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। একটি সভা সোমবার সকালে অনুষ্ঠিত হবে, যেখানে তার মুক্তি ও হস্তান্তর প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এই সময় ইসরায়েলি বাহিনীর হামলা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এডান আলেকজান্ডার তেল আবিবে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় তিনি গাজার সীমান্তে ইসরায়েলের একটি এলিট ইউনিটে কর্মরত ছিলেন।

২০২৩ সালের ওই হামলায় হামাস প্রায় ২৫১ জনকে জিম্মি করেছিল, যার মধ্যে এখনও ৫৯ জন গাজায় রয়েছে এবং ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজন আমেরিকান নাগরিক এবং তাদের মধ্যে জীবিত থাকা একমাত্র ব্যক্তি ছিলেন এডান।

হামাসের মতে, তাদের এই সিদ্ধান্ত যুদ্ধ থামানোর একটি শুভেচ্ছা বার্তা এবং এর মাধ্যমে তারা একটি চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তি করতে চায়, যাতে গাজায় খাদ্য, ওষুধ এবং মানবিক সহায়তা প্রবেশ করতে পারে।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা "লড়াই চলাকালীন আলোচনার" নীতিতে অটল রয়েছে এবং যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাবে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের মধ্যে নেটানিয়াহুর প্রতি ক্ষোভ বাড়ছে বলে গুঞ্জন রয়েছে। অনেকেই তাকে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করছেন। ট্রাম্পের সফর শেষ হওয়ার আগেই ইসরায়েল হামাসের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছে।

তথ্যসূত্রঃ বিবিস

×