
ছবিঃ সংগৃহীত
ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাকিস্তানের প্রতি একটি ‘স্পষ্ট বার্তা’ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন লন্ডনের কিংস কলেজের সিনিয়র লেকচারার ওয়াল্টার ল্যাডউইগ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যা অতীতে দেখা গেছে, তা হলো—পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর কার্যক্রমের সঙ্গে সরাসরি কোনো প্রমাণ মেলে না, যেন 'ধোঁয়াটে' একটি পরিস্থিতি সৃষ্টি হতো। কিন্তু এখন মোদি সরকার স্পষ্ট করে বলছে, ‘আমরা সেই খেলা আর খেলব না। পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রতারণার সুযোগ আমরা আর দেব না।’”
তিনি আরও বলেন, পাকিস্তান সরকার সবসময় ভারতের কাছ থেকে প্রমাণ দাবি করে আসছে যে, ওই গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের সত্যিই কোনো সম্পৃক্ততা আছে কি না। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষক ল্যাডউইগ।
তার ভাষায়, “আমার ধারণা, এখন আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে ভারত সরকার মনে করে, তাদের আর পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রয়োজনই নেই।”
সূত্রঃ আল জাজিরা
ইমরান