
ছবিঃ সংগৃহীত
বিজয়ের এই গৌরবময় মুহূর্তে মগবাজার চৌরাস্তায় বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুহতারাম আমীরে জামায়াত, নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডা. শফিকুর রহমান।
ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান; ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত; ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিফগাতুল্লাহ; মহানগরীর পূর্বের সভাপতি মোজাফফর হোসেন এবং মহানগরী দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে শনিবার রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
দেখুন ভিডিও: https://www.facebook.com/share/p/15QiwDRMcE/
মুমু