ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শ্রেষ্ঠত্ব ধরে রেখেও উন্নয়ন থেকে বঞ্চিত বদরপুর দাখিল মাদ্রাসা

আনিছুর রহমান, চর রাজিবপুর, কুড়িগ্রাম

প্রকাশিত: ১১:৫১, ১১ মে ২০২৫; আপডেট: ১২:০২, ১১ মে ২০২৫

শ্রেষ্ঠত্ব ধরে রেখেও উন্নয়ন থেকে বঞ্চিত বদরপুর দাখিল মাদ্রাসা

ছবি : জনকণ্ঠ

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বদরপুর দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে এবং ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। কিন্তু দীর্ঘ চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও মাদ্রাসাটি আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। নেই কোনো পাকা ভবন, পুরনো জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষাদান কার্যক্রম।

বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ। এই প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা, ফলাফল, খেলাধুলা, স্কাউট ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে ভালো অবস্থান ধরে রেখেছে।

তবে এসব সফলতার পেছনে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, যা আরও ফলপ্রসূ হতে পারত যদি প্রতিষ্ঠানটিতে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ থাকত। আধুনিক শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা পাঠদানে আগ্রহ হারিয়ে ফেলছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা।

২০২৪ সালে মাদ্রাসাটির একটি নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধনের কথা থাকলেও তা এখনও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। এতে করে হতাশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান বলেন, “মাদ্রাসাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হলেও অবকাঠামো দিক থেকে এখনো যেন ৭৪ এর দুর্ভিক্ষের মতো পড়ে আছি। উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে হলেও এটি অবকাঠামোগতভাবে সবচেয়ে পিছিয়ে।”

তিনি আরও বলেন, “এই মাদ্রাসার অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং কর্মরত আছে। যদি অবকাঠামোগতভাবে উন্নয়ন হতো তবে শিক্ষার মান আরও বৃদ্ধি পেত। আমরা উপজেলার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে পারতাম।”

মাদ্রাসার সকলেই দ্রুত ভবন নির্মাণ কাজ শুরু করে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, অবিলম্বে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বদরপুর দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

সা/ই

×