
ছবি: প্রতীকী
দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ বাংলাদেশীদের জন্য টুরিস্ট ভিসা সীমিত করে দিয়েছে। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে, পর্যটক হিসেবে যাওয়া বাংলাদেশীরা অনেকেই আর দেশে ফিরে আসছেন না। কিছু ক্ষেত্রে, তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধভাবে অন্য দেশে চলে যাচ্ছে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ছোটখাটো কাজের সাথে যুক্ত হচ্ছে।
ভিয়েতনাম ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করেছে। দেশটি জানিয়েছে, বাংলাদেশি পর্যটকদের মধ্যে যাদের বেশিরভাগই দেশে ফিরছেন না, তাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায়ও বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনের শর্ত ও জটিলতা বেড়েছে।
গত বছরের জুলাইয়ে, মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ অর্থনীতির দেশ আরব আমিরাতও বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেয়। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, দেশটি শ্রমিকদের পাশাপাশি পর্যটন ভিসাও বন্ধ করে দেয়। একইভাবে, ভারতের পক্ষ থেকেও গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু প্রায় বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়া সম্ভব হচ্ছে।
বহির্বিশ্বে বাংলাদেশীদের পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টো কমেছে। আন্তর্জাতিক সূচকে বাংলাদেশী পাসপোর্টের অবস্থান এখন দক্ষিণ কোরিয়া কিংবা লিবিয়ার পর্যায়ে। এ কারণে বাংলাদেশীদের জন্য ভিসার শর্ত ও জটিলতা বাড়ছে।
প্রতি বছর বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনারস। তাদের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টের অবস্থান বিশ্বে ৯৫তম। এই অবস্থান বাংলাদেশের জন্য একটি হতাশাজনক চিত্র প্রদর্শন করে, যেখানে ৯৪তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া, যা আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে রয়েছে। বাংলাদেশি পাসপোর্টের অবস্থান একই স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার সঙ্গে।
এছাড়া, আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের বিশ্লেষণে বৈষয়িক পাসপোর্টের শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১তম। নোমাড সূচকটি ভিসামুক্ত ভ্রমণ, কর ব্যবস্থা, বৈষয়িক ধারণা, দ্বৈত নাগরিকত্বের সক্ষমতা এবং ব্যক্তি স্বাধীনতার ভিত্তিতে তৈরি করা হয়। এই সূচকে বাংলাদেশের স্কোর ৩৮ বলে জানানো হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=yrbpuN7juvo&pp=0gcJCYYJAYcqIYzv
রাকিব