
.
এ যেন হলিউডের কোনো সিনেমার দৃশ্য; যার প্রথম অংশ হরর, শেষটা থ্রিলার। ৮ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় পিএসএলের ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও করাচি কিংস। বৃষ্টির কারণে এমনিতে খেলা মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ছিল। তার ওপর পাকিস্তানের বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছিল ভারত। কর্তৃপক্ষ তাই বিকেলেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে। সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেই রাতে ড্রোন হামলা! বিদেশী ক্রিকেটারদের মধ্যে তৈরি হয় আতঙ্ক-উৎকণ্ঠা। টুর্নামেন্ট স্থগিত করে দ্রুতই তাদের দুবাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। রাওয়ালপিন্ডি বিমানঘাঁটি থেকে তাদের বহনকারী বিশেষ চার্টার্ড বিমান উড্ডয়নের ২০ মিনিট পরই সেখানে একটি হামলার ঘটনা ঘটে! পিন্ডি থেকে দুবাই হয়ে ঢাকাÑ ৪৮ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠা শেষে শনিবার বিকেলে দেশে ফিরেছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের ফেরার খবর জনকণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
পাকিস্তানে ভারতের হামলার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়ে বিসিবি। পিসিবির সঙ্গে আলোচনা সাপেক্ষে বিশেষ ব্যবস্থাপনায় নাহিদ ও রিশাদকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বোর্ড। জানা গেছে, শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এর আগে শুক্রবার পাকিস্তান এয়ারলাইনসের বিশেষ বিমানে করে তাদের দুবাইয়ে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে এমিরেটস এয়ারওয়েজে ঢাকায় আসেন। স্বস্তি ফেরে দুই ক্রিকেটারের পরিবার-পরিজন এবং অগণিত ভক্ত-অনুরাগীর মাঝে। ছয় দলের পিএসএলে বিশ্বের অনেক দেশের অনেক তারকা ক্রিকেটারই অংশ নিতে পাকিস্তানের বিভিন্ন শহরে অবস্থান করছিলেন। রাওয়ালপিন্ডিতে অল্প সময়ের মধ্যে দু-দুবার দুই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার অল্পের জন্য বেঁচে যাওয়ার পর ইংল্যান্ডের একাধিক খেলোয়াড় আতঙ্কে কান্না করে ফেলেন। দেশটির একাধিক সাংবাদিক ব্যক্তিগত সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে। এবারের পিএসএল-এ যে সমস্ত ইংলিশ ক্রিকেটাররা খেলছেন তাদের মধ্যে আছেন টম কারেন, স্যাম বিলিংস, জেমস ভিনস, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, লুক উড এবং টম কোহলার ক্যাডমোরের মতো পরিচিত মুখ। পাশাপাশি কোচ হিসাবে পাকিস্তানে রয়েছেন রবি বোপারা, অ্যালেক্সান্ডার হার্টলি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সরকার খুব দ্রুত পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। শনিবারের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারকে দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়। পিসিবির পক্ষ থেকে প্রথমে পিএসএল দুবাইয়ে সরিয়ে নেওয়ার কথা বলা হলেও পরে টুর্নামেন্ট স্থগিত করা হয়।
গত ১১ এপ্রিল শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে প্রথম ম্যাচে খেলার সুযোগ না হলেও কোয়েটার বিপক্ষে পিএসএলে অভিষেক হয় রিশাদের। সেই ম্যাচে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রান দিলেও ২ উইকেট নিয়েছিলেন রিশাদ। তবে নিজের চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। ৪ ম্যাচে ৮ উইকেট নেওয়ার পরও মুলতানের বিপক্ষে সুযোগ মেলেনি রিশাদের। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও একাদশে ছিলেন না তিনি। এমনকি কোয়েটার বিপক্ষে ম্যাচেও লাহারের একাদশে নেই ডানহাতি এই লেগ স্পিনার। টানা তিন ম্যাচে লাহোরের হয়ে খেলার সুযোগ হলো না তাঁর। যদিও ফখরুজামান মুলতানের বিপক্ষে ম্যাচের পর নিশ্চিত করেছিলেন পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি রিশাদ। ৪ মে করাচির বিপক্ষে ফিরে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। আর পেসার নাহিদ রানা পিএসএল খেলতে গেছেন গত ২৭ এপ্রিল। এরপর তাঁর দল পেশোয়ার জালমি ম্যাচ খেলেছে ৪টি। তবে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি বাংলাদেশের এই তারকা ফাস্ট বোলার। নাহিদের কপাল পুড়ছে তিনি শুরু থেকে থাকতে না পারাতেই! জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার কারণে পেশোয়ার দলে যোগ দেন ৫ ম্যাচ পর।
তাঁর বিকল্প হিসেবে ৫ ম্যাচের জন্য ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে দলে নেয় পেশোয়ার। সুযোগ পেয়েই জ্বলে ওঠেন উড। ৬ ম্যাচে নেন ৯ উইকেট। রিশাদ ও নাহিদ ছাড়াও এবারের পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের লিটন দাস। কিন্তু আসর শুরুর আগেই চোটে পড়ে দেশে ফেরেন লিটন।