
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, দেশটি ভারতের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতিতে "পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ" রয়েছে। যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
বিবৃতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে "কিছু এলাকায়" যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছে, যদিও নির্দিষ্ট কোনো জায়গার নাম উল্লেখ করা হয়নি। এতে আরও বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী “দায়িত্বশীলতা ও সংযম” প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করেছে।
পাকিস্তান বলেছে, যুদ্ধবিরতির বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে তা “উপযুক্ত স্তরে যোগাযোগের মাধ্যমে” সমাধানের পথে এগিয়ে নেওয়া উচিত। সেইসঙ্গে তারা মাঠ পর্যায়ের সৈন্যদেরকে সংযম ও বিবেচনার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে।
এর আগে শনিবার ভারত ও পাকিস্তান উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সীমান্তের বিভিন্ন স্থানে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।
এসএফ