
ছবি: সংগৃহীত
প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক ও জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘এইবার লাইনে খাড়ান, বলেন আর কী কী খায়েশ আছে আওয়ামী লীগের? নেক্সট....।’ রোববার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায়, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
ফেসবুক পোস্টে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে ‘হামিদের থাইল্যান্ডে সেইফ প্যাসেজ নেয়ার কাফফারা’ হিসেবে উল্লেখ করেন পিনাকী।
এছাড়া, ‘হাসিনার ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার কাফফারা বত্রিশ নাম্বার জয় বাংলা হওয়া’, যোগ করেন তিনি।
সূত্র: https://www.facebook.com/share/p/18rbpzY9UB/
রাকিব