ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কাঙ্ক্ষিত শান্তির বার্তা ট্রাম্পের! যুদ্ধে লাগাম টানতে রাজি দিল্লি-ইসলামাবাদ

প্রকাশিত: ০৮:৩৮, ১১ মে ২০২৫; আপডেট: ০৮:৩৯, ১১ মে ২০২৫

কাঙ্ক্ষিত শান্তির বার্তা ট্রাম্পের! যুদ্ধে লাগাম টানতে রাজি দিল্লি-ইসলামাবাদ

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো গেছে। দুই দেশই সম্মত হয়েছে অবিলম্বে যুদ্ধবিরোতি কার্যকর করতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশিয়াল পোস্টে জানান, রাতভর দীর্ঘ আলোচনার পর দিল্লি ও ইসলামাবাদ সংঘাতের লাগাম টানতে রাজি হয়েছে। সংকট সমাধানে আগামী সোমবার আবারও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

কাশ্মীরের প্যাহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়। সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলির পর পরিস্থিতি পূর্ণ সামরিক সংঘাতে রূপ নেয়। ভারত এই সামরিক অভিযানের নাম দেয় “অপারেশন সিদুর” এবং পাকিস্তান তাদের পাল্টা অভিযানের নাম রাখে “বুনিয়ান উনুন মারসুস”।

উভয় পক্ষের হামলা ও পাল্টা হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে। শুধু দুই দেশের জনগণই নয়, পুরো উপমহাদেশ ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জাতিসংঘসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান।

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরোতির সিদ্ধান্তে পৌঁছে। প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশকে এ সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিনন্দন জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক টুইটে বলেন, ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেনুতে আলোচনা করবে।

ভারতের পররাষ্ট্র সচিব জানান, শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরোতি কার্যকর হয়েছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে ভারতের উপর কোন হামলা হলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে তারা কোনো আপোষ করেনি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধবিরতি ঘোষণা দক্ষিণ এশিয়ায় একটি বড় ধরনের স্থিতিশীলতার ইঙ্গিত দিতে পারে। পারমাণবিক উত্তেজনা ও সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে তারা মনে করেন।

কাশ্মীরের জনগণের মাঝেও এই শান্তির খবর কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। গেলো কয়েকদিনের অস্থিরতা ও উৎকণ্ঠার অবসান হবে এমন প্রত্যাশা করছেন তারা।

তথ্যসূত্রঃ https://youtu.be/EU6Xyqs-z64?si=WDDBm7PxTYuRzjSy

মারিয়া

×