
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান উত্তেজনায় কাঁপছে ভারতের শেয়ারবাজার, গত শুক্রবার (৯ মে) টানা দ্বিতীয় দিনের মতো বড় ধস নামলো ভারতের শেয়ারবাজারে। পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার জেরে মাত্র দুই দিনে বাজার থেকে উধাও হয়েছে প্রায় ৮৩ বিলিয়ন ডলার।
শুক্রবারের লেনদেনে নিফটি ৫০ সূচক ১.১ শতাংশ পতন হয়েছে। তবে তা এখনো মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ২৪,০০০ পয়েন্টের ওপরে অবস্থান করছে।
অপরদিকে, বিএসই সেনসেক্স-ও একই হারে কমে গেছে এবং ৮০,০০০ পয়েন্টের নিচে বন্ধ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারের সর্বনিম্ন পর্যায়ে ১০৮ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সূচক দুটি ০.৫ শতাংশ কমে গিয়েছিল। সপ্তাহজুড়ে মোট পতন দাঁড়িয়েছে প্রায় ১.৩ শতাংশ। এর ফলে গত তিন সপ্তাহের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা থেমে গেছে, যা ছিল চলতি বছরের দীর্ঘতম।
এছাড়া অন্যান্য সম্পদ শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় রুপির পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংককে হস্তক্ষেপ করতে হয়েছে। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা যতদিন অব্যাহত থাকবে, ততদিন বাজারে স্থিতিশীলতা আসার সম্ভাবনা ক্ষীণ।
সূত্র: রয়টার্স
রাকিব