
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম এক ইসলামিক ওয়াজ মাহফিলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
তিনি বলেন, “ড. ইউনূস নির্বাচিত হয়ে আসেননি, মনোনীত হয়ে এসেছেন। এখন আর নির্বাচিত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাঁকে মনোনীত করে বসিয়ে দিয়েছেন। আমরা সবাই তাঁকে মনের সমর্থন দিয়ে দিয়েছি, ভোট দিয়েছি হৃদয় থেকে। এই নির্বাচন হয়েছে আসমানে।”
মুফতি কাজী ইব্রাহিম আরও বলেন, “আসমানের মনোনয়ন আর জমিনের সমর্থন—এই দুইয়ের সমন্বয়ে খেলাফত হয়, নবুয়ত হয়। সব নবীই আল্লাহর মনোনীত ছিলেন, কেউই ভোটে নির্বাচিত হননি।”
তিনি এই বক্তব্যের মাধ্যমে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার আহ্বান জানান এবং এর পেছনে ‘আসমানি ইশারা’ আছে বলেও ইঙ্গিত দেন।
সূত্র: https://youtube.com/shorts/DOub06XRVBI?si=-5TcQUSg3JoCyr55
এএইচএ