
ছবি: জনকণ্ঠ
বর্ষার আগেই কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ফলে নদীপাড়ের ভুক্তভোগী মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা নদীর বিভিন্ন চরাঞ্চল ঘুরে ভাঙন কবলিত মানুষের সাথে কথা বলে জানা গেছে, বিগত ৩ মাসে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের হকের চর ও নয়ারহাট ইইনিয়নে শতাধিক মানুষ বসতবাড়ি হারিয়েছে। এছাড়াও রৌমারী উপজেলার চর শৌলমারী সোনাপুর গ্রামে অর্ধশতাধিক বসতবাড়ি ব্রহ্মপুত্র ভাঙনে বিলীন হয়েছে। ধরলা নদীর ভাঙনে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসূলপুর গ্রামে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফলে ওই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ইতিপূর্বে তীব্র ভাঙনে কয়েকশ বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। বিদ্যুতের খুঁটি নদীতে ভেঙে পড়েছে। ভাঙন তীব্রতায় একে একে গ্রাস করছে বসতভিটা, আবাদি জমি, স্থাপনা ও গ্রামীণ সড়ক।
স্থানীয় আমিনুল বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেলাম। শুধু আমার পরিবার নয়, ব্রহ্মপুত্রের ভাঙনে গ্রামের অনেক পরিবার এখন ভূমিহীন। তারা কোথায় থাকবে, কীভাবে ঘরবাড়ি বানাবে সেই চিন্তায় দিশাহারা। সরকারতো আমাদের দিকে তাকায় না।’
আমিনুল বলেন, 'প্রতিবেশীদের চোখে মুখে হতাশা। বসতবাড়ি সরিয়ে অন্যের জমিতে সরঞ্জাম রাখলেও কোথায় ঘর তুলবেন সে ঠিকানা এখনও নির্ধারণ করতে পারেননি তারা। এক টুকরো জমি এখন তাদের অনিবার্য চাহিদা।
রহমান বলেন, ‘ঘর তোলার জায়গাতো নাই। নদী ভিটার কিনারে আসছে। ঘর না ভাঙলে তো জীবনটাও নদীত চলি যাইবে। এখন কোটেই ঘর করমো জানি না।'
স্থানীয়রা বলছেন, শুকনো মৌসুম হলেও গত দুই সপ্তাহ ধরে নদে পানি আর স্রোত বেড়েছে। সাথে যোগ হয়েছে ভাঙন তীব্রতা। গত দুই বছরে ব্রহ্মপুত্র আর ধরলার ভাঙনে ইউনিয়নের প্রায় হাজার বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। শতাধিক বাসিন্দা বসতভিটা হারিয়েছেন। বন্যা আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে গেছে। কিন্তু ভাঙন প্রতিরোধে পাউবোর পক্ষ থেকে বালুর বস্তা ফেলা ছাড়া স্থায়ী কোনও প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি।
রসুলপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, 'আমার নিজের বাড়িও ভাঙনের কিনারে দাঁড়িয়ে আছে। যেভাবে ভাঙছে তাতে শেষ রক্ষা হবে বলে মনে হয় না। মোল্লারহাট থেকে খুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়গামী প্রায় ৭০ বছরের পুরোনো গ্রামীণ সড়কটির ৬০ থেকে ৭০ ফুট অংশ নদীতে চলে গেছে। এখনই প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে সড়কটি থাকবে বলে মনে হয় না।'
মিজান আরও বলেন, 'শুকনো মৌসুমে ব্রহ্মপুত্র যেন রাক্ষস হয়ে গেছে। হঠাৎ পানি আর স্রোত বাড়ায় ভাঙন শুরু হয়েছে। দুই সপ্তাহ ধরে কোনওভাবে ভাঙন থামছে না। আমাদের গ্রামটি রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। বালুর বস্তা ফেলে শেষ রক্ষা হবে না।'
ভাঙন প্রতিরোধে স্থায়ী এবং অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পাউবো। ধরলার উজান থেকে বেগমগঞ্জ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ভাঙন কবলিত তীরের প্রায় ৬ কিলোমিটার এলাকায় প্রতিরক্ষামূলক কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। আর ইউনিয়নের ব্রহ্মপুত্র তীর প্রতিরক্ষায় ‘সুখবর’ থাকলেও এখনও টেন্ডার প্রক্রিয়া শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে চলমান ভাঙন থেকে আপতত নিস্তার মিলছে কিনা তা নদের গতিবিধির ওপরই নির্ভর করছে।
পাউবো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, 'ধরলা তীরের প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে ব্লক, স্যান্ড সিমেন্ট এবং স্যান্ড ব্যাগ দিয়ে স্থায়ী প্রতিরক্ষার কাজ শুরু হবে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ হয়েছে। এতে বেগমগঞ্জ ইউনিয়নের ধরলা তীরবর্তী অংশের স্থায়ী প্রতিরক্ষা হবে। তবে ইউনিয়নের অপর প্রান্তে ব্রহ্মপুত্র তীর প্রতিরক্ষায় সামান্য বরাদ্দ পাওয়া গেছে। তা দিয়ে স্যান্ড সিমেন্ট ব্যাগ ব্যবহার করে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জন্য আমরা ডিজাইন প্রস্তুত করছি।'
এএইচএ