
ছবি: সংগৃহীত
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার গুমের বিষয়ক মন্তব্য করে বলেছেন, “দায় নির্ধারণ করবে কে—রাষ্ট্র নাকি যারা ভুক্তভোগী?” তিনি বলেন, “এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল প্রশ্ন। সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে গণঅভ্যুত্থানের কোনো বিষয় নেই। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা যারা এই আইন তৈরি করতে যাচ্ছি, আমাদেরকে এসব প্রশ্নের দিকে নজর রাখতে হবে।”
ফরহাদ মজহার আরও বলেন, “গুমের সংজ্ঞা অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন। গুম বলতে আমি কী বুঝি? কাকে গুম বলা হবে? যেসব ভুক্তভোগী পরিবার এই গুমের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের ভাষা আইনের ভাষা নয়, রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার ভাষা নয়। তাদের ভাষা আসতে হবে, কারণ এটি একটি ভাষার লড়াই, বোঝাবুঝির লড়াই, উপলব্ধির লড়াই, ন্যায়বিচারের লড়াই।”
তিনি আরও জানান, “আমরা যেভাবে আইনি ভাষা বা রাজনৈতিক ভাষা তৈরি করি, সেটি ভুক্তভোগী পরিবারের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হওয়া উচিত। কারণ, আইন তৈরি করবেন আইনজীবীরা নয়, এটি মূলত তৈরি করবেন ভুক্তভোগী পরিবার। কারণ, লড়াইটা হচ্ছে রাষ্ট্র বনাম ভুক্তভোগী পরিবার।”
এছাড়া, ফরহাদ মজহার মনে করেন, এই আইনের মাধ্যমে গুমের বাস্তবতা, এর শিকারদের অভিজ্ঞতা এবং তাঁদের ভাষা সঠিকভাবে প্রতিফলিত হওয়া উচিত, যাতে সঠিক ন্যায়ের পথে এগিয়ে যাওয়া সম্ভব হয়।
সূত্র: https://www.youtube.com/watch?v=eDTpBesFTF4
এএইচএ