
ছবি: সংগৃহীত
সিলেট সীমান্তে ভারতের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। এর পরপরই বিজিবির পক্ষ থেকে সীমান্তজুড়ে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। যদিও এটি নিয়মিত রুটিন কার্যক্রমের অংশ, তবে বর্তমানে সীমান্তে বাড়তি সতর্কতা ও কড়াকড়ি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত, বিশেষ করে মৌলভীবাজারে, একাধিকবার পুশ-ইনের ঘটনা ঘটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অভিযোগ রয়েছে, বিএসএফ কাঁটাতার সরিয়ে বাংলাদেশে লোক ঢুকিয়ে দিচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এই অবস্থায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এখন আরও বেশি তৎপর। পুশ-ইন ঠেকাতে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সীমান্ত এলাকার পরিস্থিতি নজরে রেখে সব ধরণের প্রস্তুতি নিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।
এএইচএ