ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

হিটস্ট্রোক করে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১০:৪৯, ১১ মে ২০২৫

হিটস্ট্রোক করে ব্যবসায়ীর মৃত্যু

ছবি : জনকন্ঠ

হিটস্ট্রোক করে মাদারীপুরের ডাসারে আশুতোষ অধিকারী-(৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ওই ব্যবসায়ী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ। নিহত আশুতোষ অধিকারী উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ও বাজারের ব্যবসায়ী এবং তিনি একই ইউনিয়নের বেতগ্রামের সন্তোষ অধিকারীর ছেলে।

 


পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়ী আশুতোষ অধিকারী রাতে দোকানে কাজ করতে গেলে হঠাৎ তিব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, হিটস্ট্রোকে আশুতোষের মৃত্যু হয়েছে। সে আমার ইউনিয়ন পরিষদে অস্থায়ী কম্পিউটার অপারেটর হিসেবে ১০ বছর চাকুরি করছেন। এবং তার  নবগ্রাম বাজারে একটি কম্পিউটারের দোকান রয়েছে। 

 


এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, তীব্র তাপদাহে একজন ব্যবসায়ী মারা গেছেন বলে খবর পেয়েছি।

আঁখি

×