ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনা, ২ হাজার মাইল দূর থেকে বিমানে এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে মানুষ

প্রকাশিত: ০৭:২৫, ১১ মে ২০২৫; আপডেট: ০৭:২৭, ১১ মে ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা, ২ হাজার মাইল দূর থেকে বিমানে এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে মানুষ

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। কাশ্মীরের প্যাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর, ভারতজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। গুজরাট, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে বসবাসকারীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, এ অভিযানে আটক ব্যক্তিদের কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, গুজরাটসহ বিভিন্ন স্থান থেকে আটক করে প্রথমে সীমান্তবর্তী এলাকায় আনা হয়। এরপর সেখান থেকে গাড়িতে বা হেঁটেই সীমান্তে এনে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বন-জঙ্গলেও ফেলে রেখে যাচ্ছে বিএসএফ। কেউ বাংলাদেশের দিকে যেতে না চাইলে গুলি করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই।

গত বুধবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা, শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত থেকেও ৪৪ জনকে আটক করেছে বিজিবি। একই দিনে সাতক্ষীরার নদীপথে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে, যাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে কোস্টগার্ড। মোট সংখ্যা ৭০ জনেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, তারা সকালে উঠে দেখেন বহু নারী-পুরুষ না খেয়ে পড়ে আছেন এবং আরো মানুষ বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা চলছে। অনেকে বলছেন, বিএসএফ এখনো সীমান্তের ওপারে আরও কয়েকটি যানবাহনে মানুষ আটকে রেখেছে।

এদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, “আমরা কেবল আমাদের দেশের প্রকৃত নাগরিকদেরই গ্রহণ করব, যদি তাদের পরিচয় নিশ্চিত করা যায়। এটি হতে হবে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে। এভাবে পুশ-ইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বাংলাদেশ বর্তমানে ১৩ লাখেরও বেশি মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করছে। এর মধ্যে প্রতিদিনই নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এমন অবস্থায় ভারত থেকেও বেআইনিভাবে নাগরিক ঠেলে দেওয়া দেশের জন্য নতুন সংকট তৈরি করছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/Cz0gBtl0wwM?si=1-LjhyPyEVFkNyQq

মারিয়া

×