ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মা দিবসের শুভেচ্ছায় যা বললেন প্রেস সচিব শফিকুল আলম

প্রকাশিত: ১০:৫৪, ১১ মে ২০২৫

মা দিবসের শুভেচ্ছায় যা বললেন প্রেস সচিব শফিকুল আলম

ছবিঃ সংগৃহীত

“মায়ের মুখ থেকে শেষবারের মতো শুনেছিলাম—‘কিরে বাজান’। তখন তিনি ঢাকার একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে। কিছুদিন পরই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তবে এই দুটি শব্দ আজও আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে আছে।”

মা দিবস উপলক্ষে দেওয়া এক আবেগময় ফেসবুক স্ট্যাটাসে এভাবেই নিজের হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

স্ট্যাটাসে তিনি লেখেন, “মৃত্যুর হুমকি পাই, হতাশ হই, ভয় ও মানসিক যন্ত্রণায় কাতর হই—তখন এই ‘কিরে বাজান’ শব্দ দুটি যেন তাবিজের মতো কাজ করে। আমি জানি, আমার মা আজও আমাকে ভালোবাসেন, তাঁর দোয়া, আশীর্বাদ আর প্রার্থনা রয়ে গেছে তাঁর বাজানের জন্য—যতই আকাশ ঘনকালো মেঘে ঢেকে থাকুক না কেন।”

শফিকুল আলম আরও লেখেন, “মা–ই এই পৃথিবীর একমাত্র অলৌকিক আশ্চর্য। মা–ই সেই কারণ, যার জন্য আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি।”

মা দিবসে তিনি বন্ধু, সহকর্মী ও পরিচিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “Happy Mother’s Day, friends!!”

মা ও সন্তানের সম্পর্ক যে কত গভীর, কত ব্যক্তিগত ও শক্তিশালী হতে পারে—শফিকুল আলমের এই স্ট্যাটাস যেন তারই এক নিখুঁত নিদর্শন। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1XKEXN55Co/

মারিয়া

×