ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জরুরি সময়ে ব্যালেন্স শেষ? এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠাবেন যেভাবে

প্রকাশিত: ০৮:৪৬, ১১ মে ২০২৫

জরুরি সময়ে ব্যালেন্স শেষ? এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠাবেন যেভাবে

ছবি: সংগৃহীত

জরুরি সময়ে মোবাইল ব্যালেন্স না থাকলে বিপাকে পড়তে হয় অনেককেই। তবে এখন খুব সহজেই এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়, তাও মাত্র কয়েকটি ধাপে।

যে সিম থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চান, সেই সিমটি যে মোবাইলে আছে, সেখানে সংশ্লিষ্ট অপারেটরের অ্যাপটি (যেমন মাইজিপি, মাই এয়ারটেল, মাই বাংলালিংক ইত্যাদি) ইনস্টল করে নিতে হবে।

এরপর অ্যাপে প্রবেশ করে ‘Balance Transfer’ নামে একটি অপশন পাওয়া যাবে। সেখানে আপনি যে নাম্বারে ব্যালেন্স পাঠাতে চান, সেই নাম্বারটি সঠিকভাবে লিখুন। এরপর কত টাকা পাঠাতে চান, তা নির্ধারণ করুন।

সব তথ্য ঠিক থাকলে ‘Agree’ অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি নির্ধারিত স্থানে বসালেই ব্যালেন্স ট্রান্সফার সম্পন্ন হবে।

এই সহজ পদ্ধতিতে আপনি পরিবার বা বন্ধুর প্রয়োজনে দ্রুত সহায়তা করতে পারবেন, ঠিক যখন দরকার তখনই।

এএইচএ

×