ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পৃথিবীতে প্রাণের অবসান কবে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী!

প্রকাশিত: ০১:১০, ১১ মে ২০২৫

পৃথিবীতে প্রাণের অবসান কবে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী!

ছবি: প্রতীকী

শুনতে যদিও সায়েন্স ফিকশনের মতো মনে হতে পারে, তবুও এটি বাস্তব। একটি সুপারকম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে, কবে পৃথিবীতে জীবনের সমাপ্তি ঘটবে।

তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ঘটনা ঘটতে এখনো প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) বছর বাকি।

২০২৫ সালের এপ্রিল মাসে প্রকাশিত LaGrada-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা একটি শক্তিশালী সুপারকম্পিউটারের সাহায্যে হিসেব করে দেখেছেন—প্রায় এক বিলিয়ন বছর পর পৃথিবীর পরিবেশ এতটাই কঠিন হয়ে উঠবে যে, সেখানে আর কোনো জীবের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না।

৬ মে, ২০২৫-এ প্রকাশিত BGR-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাসা ও জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেন। তারা জানিয়েছেন, সূর্যের ক্রমবর্ধমান বিস্তারই পৃথিবীতে জীবনের ইতি টানবে। তাদের হিসেবে, এটি ঘটবে আনুমানিক ১,০০,০০,০২,০২১ সালে!

গবেষকরা জানিয়েছেন, সময়ের সাথে সাথে সূর্যের তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই চলবে। এর ফলে পৃথিবী অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠবে এবং তা জীবনধারণের অনুপযোগী হয়ে পড়বে।

পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা অবশ্য নতুন কিছু নয়। ২০২১ সালে Nature Geoscience-এ প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানী কাজুমি ওজাকি ও ক্রিস্টোফার রেইনার্ড বলেন, ভবিষ্যতে পৃথিবীর বায়ুমণ্ডলে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সিজেন থাকবে পর্যাপ্ত পরিমাণে থাকবে না।

তাদের ভাষায়, ‘বর্তমানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে যার ফলে এখানে প্রাণ বিদ্যমান। কিন্তু ভবিষ্যতে এই অক্সিজেনসমৃদ্ধ পরিবেশ স্থায়ী নাও থাকতে পারে।’

তাদের মতে, এই গবেষণা শুধু পৃথিবীর জন্য নয়, সৌরজগতের বাইরের পৃথিবীর মতো গ্রহগুলোতে প্রাণের সন্ধানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

 

সূত্র: https://www.yahoo.com/news/supercomputer-names-exact-life-earth-161633700.html

রাকিব

×