
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ঘিরে শুরু হওয়া আশাবাদ এখনই ফিকে হয়ে যাচ্ছে। কারণ, ভারত পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে বলে জানিয়েছে আল জাজিরার দিল্লি প্রতিনিধি উম-ই-কুলসুম শরিফ।
তিনি জানান, “যুদ্ধবিরতি নিয়ে শুরু হওয়া আশাবাদী পরিবেশ খুব দ্রুতই হতাশায় পরিণত হয়েছে। ভারত এখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।”
উম-ই-কুলসুম আরও বলেন, “যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী একটি নিরপেক্ষ স্থানে ভারত-পাকিস্তান আলোচনায় বসছে—এই বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।”
“ভারতের তরফে এখন পর্যন্ত যা জানা গেছে তা হচ্ছে, দেশটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু একইসঙ্গে পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছে,”—বলেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান যুদ্ধবিরতির উদ্যোগকে ‘আঞ্চলিক স্থিতিশীলতার নতুন সূচনা’ হিসেবে অভিহিত করলেও ভারতের নিরব ভূমিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা পেতে হলে নিরপেক্ষ আলোচনার টেবিলে বসাই একমাত্র পথ।
সূত্রঃ আল জাজিরা
ইমরান