ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

প্রকাশিত: ০২:৪৪, ১১ মে ২০২৫; আপডেট: ০২:৪৫, ১১ মে ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

ছবি আল জাজিরা

ইসরায়েলের তেল আবিবে হাজারো মানুষ শনিবার রাস্তায় নেমে গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দী ইসরায়েলিদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুদ্ধের মেয়াদ টেনে নেওয়ার জন্য তাকে দায়ী করেন।

তেল আবিবের "হোস্টেজ স্কয়ারে" বন্দি ও নিখোঁজ পরিবারের ফোরাম তাদের সাপ্তাহিক বিক্ষোভের আয়োজন করে। পাশাপাশি ইসরায়েলি সামরিক সদর দপ্তরের সামনে বন্দি পরিবারগুলো আরেকটি প্রতিবাদ কর্মসূচি পালন করে।

হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত একটি পৃথক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে শাই মোজেস নামে এক বক্তা বলেন, ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং নেতানিয়াহু, যিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করছেন। শাই মোজেসের মা ও বাবা আলাদাভাবে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষিত গাজা আক্রমণ বিস্তারের পরিকল্পনাকে সমালোচনা করে বন্দি পরিবারের ফোরাম এক বিবৃতিতে জানায়, এতে গাজায় আটক বন্দিদের জীবনকে "বলির পাঁঠা" বানানো হচ্ছে।

ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষোভ বেড়েই চলেছে। হা'রেতজ জানিয়েছে, শুধু তেল আবিব নয়, জেরুজালেম, হাইফা, বিয়ারশেবা এবং আরও বহু শহর ও সড়কপথে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে গাজায় জীবিত অবস্থায় দুই ইসরায়েলি বন্দিকে দেখা যায়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তারা হলেন এলকানা বোহবট (৩৬) ও ইউসেফ হাইম ওহানা (২৪)। ভিডিওতে ওহানা হিব্রু ভাষায় যুদ্ধ বন্ধ করে অবশিষ্ট বন্দিদের মুক্ত করার আহ্বান জানান।

এই দুজন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় দক্ষিণ ইসরায়েলের একটি সঙ্গীত উৎসব থেকে অপহৃত হন।

এসএফ

আরো পড়ুন  

×