ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা সৃষ্টি করেছে: স্ট্যানিল্যান্ড

প্রকাশিত: ০২:৫৬, ১১ মে ২০২৫

যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা সৃষ্টি করেছে: স্ট্যানিল্যান্ড

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বলেছেন, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতি একটি "পরিষ্কার শান্তি বার্তা", যা আগামী কিছু সময়ের জন্য সরাসরি সংঘাত বন্ধ রাখার আশা জাগিয়েছে।

তিনি বলেন, আদর্শভাবে, এই যুদ্ধবিরতির মাধ্যমে উপমহাদেশে একটি তুলনামূলকভাবে স্থিতিশীল ও শান্ত সময়ের সূচনা হতে পারে। দুই দেশই এমন এক ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল অবস্থানে প্রবেশ করেছিল, যা তারা খুব সহজে আবার ফিরে যেতে চাইবে না।

স্ট্যানিল্যান্ড আরও বলেন, ভারত হয়তো এই যুদ্ধবিরতির কৃতিত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাঁধে দিতে চাইবে না এবং কাশ্মীর ইস্যুতে কোনও বিস্তৃত আলোচনায় প্রবেশ করবে না।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে আলোচনার নতুন পরিসর তৈরি হতে পারে, তবে তা নির্ভর করবে পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা ও আস্থার ওপর।

এসএফ 

আরো পড়ুন  

×