ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং পলাতক গণহত্যাকারীদের অর্থনৈতিক যোগান এখনো অটুট রয়েছে: হাসনাত

প্রকাশিত: ০৪:৩১, ১১ মে ২০২৫; আপডেট: ০৪:৩১, ১১ মে ২০২৫

নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং পলাতক গণহত্যাকারীদের অর্থনৈতিক যোগান এখনো অটুট রয়েছে: হাসনাত

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর লিখিত বক্তব্যে বলেন, আমরা আরো উদ্বেগের সাথে দেখছি, নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং পলাতক গণহত্যাকারীদের অর্থনৈতিক যোগান এখনো অটুট রয়েছে।  

রাত সাড়ে ৩ টার পর শাহবাগে এই লিখিত বক্তব্য পড়েন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত বলেন,  অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক যোগানের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট নীতিমালা জানতে চাই। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রায়াত্ত্ব ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে হবে।

ইমরান

×