ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর

প্রকাশিত: ১২:০০, ১১ মে ২০২৫

রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর

রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা বিরোধী রাজনৈতিক দল সময়ের পরিক্রমায় এমনিতেই বিলুপ্ত হয়ে যায়। এ সময় তিনি নতুন করে ১/১১ সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন। এছাড়া কাল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর পরশু বিএনপিকে নিষিদ্ধ করা হবে কিনা তার নিশ্চয়তা নিয়েও প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়।
 

সজিব

×