
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেন, সামনে বহু লড়াই বাকি।
সোমবার (১২ মে) দিবাগত রাতে তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে এমন মন্তব্য করেন।
তিনি তাঁর পোস্টে আরও বলেন, দয়া করে আওয়ামী বাইনারীগুলো প্রচার করে বিভেদে জড়াবেন না। ঐক্যের সময়ে বিভেদ চাই না। ফ্যাসিস্টবিরোধী ঐক্য যেকোন মূল্যে আমাদের আরো দৃঢ় করতে হবে।
তিনি আরও বলেন, এসিরুমে বসে যদি ফীল করতে না পারেন তাহলে বের হয়ে শহরের বস্তিগুলোতে এসে ঘুরে যান, নদীভাঙনে ঘরবাড়ি হারা মানুষগুলোকে দেখতে আসুন, ফুটপাতে শুয়ে থাকা সর্বস্বহীন মানুষগুলোর গল্প শুনুন।
সবশেষে তিনি বলেন, এই বিপ্লব কারো একার না, নিম্নবিত্ত -মধ্যবিত্ত -উচ্চবিত্ত সকল শ্রেণি-পেশার, যেখানে রাজনৈতিক কোন বাইনারী ন্যূনতম ফারাক তৈরি করতে পারেনি।
ইমরান