
ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার যে সিদ্ধান্ত গতকাল (শনিবার) নিয়েছে সেটা যদি আগেই ঘোষণা করত তাহলে তো সমস্যা হতো না। আমরা খুশি, বিলম্ব হলেও সরকার এ সিদ্ধান্তটা নিয়েছে।
রোববার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল তাদের সিদ্ধান্ত নিতে হলো এটা কী তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল?
তিনি আরও বলেন, তারা যদি আমাদের অনুরোধ রাখতেন, আমাদের পরামর্শ শুনত এবং যে সিদ্ধান্ত গতকাল নিয়েছে সেটা যদি আগেই ঘোষণা করত তাহলে তো সমস্যাটাই হতো না। আমরা খুশি, বিলম্ব হলেও তারা (সরকার) এ সিদ্ধান্তটা নিয়েছে। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদীদের হাত থেকেও মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো।
ইমরান