ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আমরা জুলাইকে হারিয়ে যেতে দেব না ॥ ডা. শফিকুর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০৫, ১২ মে ২০২৫

আমরা জুলাইকে হারিয়ে যেতে দেব না ॥ ডা. শফিকুর

মগবাজার চৌরাস্তায় রবিবার জামায়াতে ইসলামীর পথসভায় বক্তব্য রাখেন দলের আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জুলাইকে হারিয়ে যেতে দেব না। বরং জুলাইয়ের চেতনা ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাব। শনিবার দিনগত মধ্যরাতে মগবাজার চৌরাস্তায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের প্রাণের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

জুলাই প্রোক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো পাইনি। তবে আমাদেরকে ধৈর্যের সঙ্গে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আমরা জুলাইকে কোনোভাবেই হারিয়ে যেতে দেব না।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আমরা শহীদ পরিবারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। তারা সরকারের কাছে কোনো আর্থিক সহযোগিতা চায় না বরং তারা দ্রুততার সঙ্গে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার চায়। জামায়াত আমির বলেন, এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। কারণ তাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

জনগণ দেশে নতুন করে স্বৈরাচার বা ফ্যাসিবাদ চায় না বরং তারা শান্তি চায়। চায় বৈষম্যমুক্ত ও আইনের শাসনের সমাজ। তাই বর্তমান সরকারকে সব ভয়ভীতি ও চোখ রাঙানি উপেক্ষা করে জনআকাক্সক্ষা বাস্তবায়ন করতে হবে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। খুনিদের বিষয়ে দেখাতে হবে শূন্য সহনশীলতা। 
জনগণ অবিলম্বে খুনিদের শাস্তি দেখতে চায়। পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ।

×