ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ কখনোই প্রকৃত রাজনৈতিক দল ছিল না: ব্যারিস্টার সারোয়ার

প্রকাশিত: ০১:২১, ১২ মে ২০২৫; আপডেট: ০১:২৪, ১২ মে ২০২৫

আওয়ামী লীগ কখনোই প্রকৃত রাজনৈতিক দল ছিল না: ব্যারিস্টার সারোয়ার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে প্রকৃত অর্থে রাজনৈতিক দল বলা যায় না। বরং এটি ছিল একটি লুটেরা কাঠামো, যেখানে প্রতিযোগিতা ছিল কে কত বেশি অর্থ লুট করতে পারে, কে কার চেয়ে বেশি মানি লন্ডারিং ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করতে পারে এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।

রবিবার রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্র ছিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতিকে বৈধতা দেওয়া, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া এবং গণতন্ত্রকে ধ্বংস করা। এটা ছিল কোনো রাজনৈতিক আদর্শভিত্তিক সংগঠন নয়।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের চরিত্র থাকে—ভালো মানুষকে এগিয়ে আনা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, জনস্বার্থে কাজ করা এবং গণতান্ত্রিক চর্চা বজায় রাখা। আওয়ামী লীগের মধ্যে এসবের কিছুই ছিল না।

এসএফ

×