
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ উমামা ফাতেমার একটি ফেসবুক স্ট্যাটাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। প্রেম ও সম্পর্ক নিয়ে তার খোলামেলা মন্তব্য নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা।
উমামা তার স্ট্যাটাসে লেখেন, "মেরেছ কলসির কানা! তাই বলে কি প্রেম দিব না?" তিনি আরও বলেন, “প্রেমের সম্পর্কে ছোটখাটো মনোমালিন্য হতে পারে। তবে সেটা সবার সামনে না হওয়াই ভালো। মেনে নিন, টক্সিসিটিই প্রেমের সৌন্দর্য।”
এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কেউ এটিকে সম্পর্কের বাস্তব দিক তুলে ধরার সাহসী প্রচেষ্টা মনে করছেন, আবার কেউ কেউ বলছেন এটি সম্পর্কের বিষাক্ততাকে রোমান্টিকভাবে উপস্থাপন করার চেষ্টা। অনেকে মনে করছেন, এটি হতে পারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কারো বক্তব্য বা কাজের প্রতি একটি ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া।
আসিফ